আল্লাহর নবী-রাসূল প্রেরনের উদ্দেশ্য
আল্লাহ্ তায়ালা যুগে যুগে অসংখ্য-অগণিত নবী রাসুল প্রেরণ করেছেন। তাঁদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরন করা হয়নি বরং তাঁরা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাঁদের বেশ কিছু কাজ করতে হতো।
এর মধ্যে উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো-
- তাঁরা মানুষের নিকট আল্লাহ্ তায়ালার পরিচয় তুলে ধরতেন। অর্থাৎ আল্লাহ্ তায়ালার জাত-সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন
- সত্য ও সুন্দর জীবনের দিকে আহব্বান জানাতেন।
- আল্লাহ্ তায়ালার ইবাদত ও ধর্মীয় নানা বিধি-বিধান শিক্ষা দিতেন।
- পরকাল সম্পর্কে ধারনা প্রদান করতেন।
- পৃথিবীতে আল্লাহ্ তায়ালার আদেশ-নিষেধ ও বিধি-বিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন।
0 Comments: