মহানবীর বাণী ইসলামিক উক্তি - ইসলামিক বাংলা
হজরত মুহাম্মাদ (সঃ) হলেন, পৃথিবীর সর্ব কালের শ্রেষ্ঠ মানব। তাঁর কথা মানা সকল মুসলমানের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। আজ কিছু মহানবীর বাণী ইসলামিক উক্তি সম্পর্কে জানাবো।
মহানবীর বাণী ইসলামিক উক্তি |
১। বান্দার উপর আল্লাহর অধিকার হলো, তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা। - (সহীহ মুসলিম)
২। ঈমান না এনে তুমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। - (তারগীব)
৩। কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয়না, যতক্ষণ পর্যন্ত তার মন ও যবান মুসলিম হয় না। - (তারগীব)
৪। সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় কতে আদেশ করো। - (আবু দাউদ)
৫। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা অদিবাহিত করা গোটা পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। - (সহীহ বুখারী)
৬। যে লড়ে যায় আল্লাহর বানীকে বিজয়ী করার জন্যে, সেই আল্লাহর পথে জিহাদ করে। - (সহীহ বুখারী)
৭। কুরআন কে আঁকড়ে ধরো, তাহলে কখনো বিপথগামী হবেনা। - (মিশকাত)
৮। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করে এবং তা সবার কাছে ছড়িয়ে দেয়। - (বায়হাকী)
৯। প্রত্যেক বেক্তি তার কাজের সেই ফল পাবে, যা সে নিয়ত করবে। - (সহীহ বুখারী)
১০। আল্লাহ্ তোমাদের চেহারা সুরত ও সম্পদ দেখেনা, তিনি দেখেন তোমাদের অন্তর ও কাজ। - (সহীহ মুসলিম)
0 Comments: