শিশুদের মোবাইল ফোনের নেশা দূর করার সহজ উপায় - ইসলামিক বাংলা
মোবাইল ফোন ও শিশু
ছোট শিশুদের স্মার্টফোন আসক্তি নিয়ে তাদের পরিবার আনেক বেশি দুশ্চিন্তায় আছেন। কারণ এখন দেখা যায়, ২ বছরের শিশুকে ও খাবার খাওয়াতে হলে মোবাইলে কার্টুন, গেমস, ভিডিও ইত্যাদি চালু করে দিয়ে তারপর খাওয়াতে হয়। তারপর সে দেখতে দেখতে খাবার খায়।
এতে অভিভাবক বা পরিবারের অনেক দুশ্চিন্তা হয়।
শিশুরা মোবাইল আসক্তি হয় কেন?
সাধারণত শিশুরা একা একা থাকলে মোবাইলে আসক্তি বেশি হয়। শিশুরা খেলার সাথী না পেলে একা হইয়ে যায়। আবার অনেক পরিবারে মা-বাবা দুইজনই চাকরি করে। বাচ্চা বাসায় একা একা মোবাইল ফোনে পড়ে থাকে।
আরো একটা কারণে শিশুরা বেশি মোবাইল ফোনে আসক্তি হচ্ছে। সেটা প্রায় সব শহর এলাকায় হয়ে থাকে। সেটা হচ্ছে ভালো খেলার মাঠ না থাকার কারণে। খেলাধুলা না করার কারণেই বর্তমান সময়ে বেশি শিশুরা মোবাইল আসক্তি হচ্ছে।
শিশুরা মোবাইল আসক্তি হলে কি কি ক্ষতি হয়?
শিশুদের মোবাইলফোনে আসক্তি হলে অনেক ধরনের ক্ষতি হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে: চোখে সমস্যা, মানসিক সমস্যা, শিশুদের ক্রমবিকাশ সমস্যা, এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মাথাব্যথা এবং চোখ ব্যথা করে।
শিশুদের মোবাইলে আসক্তি হলে তাদের পড়ালেখা স্মরণশক্তি কমে যায়।
শিশুদের মোবাইল আসক্তি দূর করার পরীক্ষিত উপায়
১- শিশুদের মোবাইল বা টেপ না দিয়ে সময় দেওয়া।
অভিভাবক বা মা-বাবার উচিত শিশুকে মোবাইল না দিয়ে সময় দেওয়া। আপনার সন্তানকে মোবাইল বা টেপ নয়, সময় দিন। এই বিষয়কে যদি আমরা ভালোভাবে আমলে আনতে পারি, ইনশাআল্লাহ আমরা সন্তানদেরকে মোবাইলে আসক্তি থেকে মুক্তি দিতে পারব।
শিশুকে যদি বাবা-মা উভয়ে একান্ত সময় দিতে পারেন, তাহলে বাচ্চার মোবাইল ফোনে কার্টুন দেখার প্রয়োজন হবে না। এই বিষয়টি পরীক্ষিত...।
২- শিশুদের খেলনা কিনে দেওয়া।
বাচ্চা শিশুরা খেলতে ভালোবাসে। তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খেলনা বাসা রাখতে হবে। যেন সব সময় শিশুর খেলনা নিয়ে পড়ে থাকে।
এখন অনেক ধরনের বিজ্ঞান বাক্স পাওয়া যায়। যা শুধুমাত্র শিশুদের মোবাইলে আসক্ত থেকে বিরত থাকার জন্য বানানো হয়েছে। ওইগুলো কিনে দিতে পারেন..।
৩- শিশুদের বাইরে ঘুরতে নিয়ে যাওয়া।
৪- শিশুদের শারীরিক ব্যায়াম করানো।
শিশুর বিকাশের জন্য শারীরিক ব্যায়াম অনেক প্রয়োজন। শারীরিক ব্যায়াম বলতে হাঁটাচলা ঘোরাফেরা করা। মোবাইলে আসক্ত শিশুদের জন্য সাইকেল কিনে দিতে হবে। এতে তার মোবাইলের প্রতি আসক্ত কমে যাবে এবং শরীর চর্চা ও হয়ে যাবে।
৫- মা-বাবা কে মোবাইল থেকে দূর থাকতে হবে।
সাধারণত শিশুরা মা-বাবার কাছ থেকে সব কিছু শেখে। সাধারণত কথাবাত্র, চলাফেরা, ব্যবহার, আচার-আচরন সবকিছু তার মা-বাবার কাছ থেকে শিখে। তাই সব মা-বাবার উচিত শিশুদের সামনে কম মোবাইল ফোন ব্যবহার করা।
তাই, মা-বাবাকে মোবাইল ফোন থেকে দূরে থাকা অনেক গুরুত্বপূর্ণ।
0 Comments: