নামাজে বাজে চিন্তা আসলে কি করবেন - ইসলামিক বাংলা
নামাজে বাজে চিন্তা আসলে কি করবেন?
আমাদের মুসলমানদের সবারই নামাজের মধ্যে একটা সাধারণ সমস্যা হচ্ছে, নামাজের মধ্যে বাজে চিন্তা ভাবন। নামাজের মধ্যে খারাপ চিন্তা ভাবনা এবং অন্য কিছু নিয়ে চিন্তা করা এটা সবারই হয়।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন-
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম- (হে আল্লাহর রাসূল!) আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি?
উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বললেন, (নামাজ)
-(সহি বুখারী ও সহীহ মুসলিম)
এই ছোট হাদিস দিয়ে বোঝা যায় যে, নামাজ মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমল।
নামাজে বাজে চিন্তা আসে কেন?
নামাজ একটি গুরুত্বপূর্ণ আমল যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তাই, মুসলমানদের দুশমন শয়তান ধোকা দেয়। শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে নামাজের ভিতর আমাদের খারাপ ও আজেবাজে চিন্তা আসে।
নামাজের মধ্যে বাজে চিন্তা থেকে মুক্তি পাওয়ার দোয়া
যদি কখনো আমাদের নামাজের মধ্যে বাজে চিন্তা আসে তাহলে আমাদের একটি ছোট আমল করতে হবে যা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম যে আমলটি শিক্ষা দিয়েছে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন,
যখন তোমাদের নামাজের মধ্যে বাজে চিন্তা আসবে তখনই তোমরা আল্লাহর কাছে শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে।
এই দোয়াটি পড়বে, "আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম"
এবং এই দোয়াটি পড়ার পর, নামাজের মধ্যেই একটু বামদিকে ফিরে থুথু দিবে (থুথুর পরিমাণ যেন ছোট্ট সুই এর মাথার চেয়ে বেশি না হয়)।
আর খেয়াল করবে, এটাই তোমার শেষ নামাজ। আরোও খেয়াল করবে যে, আল্লাহ তাআলা তোমার সামনে আছেন। তিনি সবকিছু দেখছেন।
-(সহি বুখারী)
0 Comments: