Headlines
Loading...
নিজের দ্রুত রোগ মুক্তির দোয়া কোরআন শরিফ থেকে নেওয়া

নিজের দ্রুত রোগ মুক্তির দোয়া কোরআন শরিফ থেকে নেওয়া

নিজের রোগ মুক্তির দোয়া

আল্লাহ আমাদের রোগ দিয়ে পরীক্ষা করে এবং আল্লাহ তায়ালা নিজেই রোগ থেকে শেফা দান করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে ও আল্লাহ তাআলা রোগব্যাধি দিয়ে পরীক্ষা করেছেন। রোগ মুক্তির দোয়া আল্লাহ তাআলা কুরআনে শিক্ষা দিয়েছেন।


কোরআন মানুষের কল্যাণে নাযিল করা হয়েছে। মানুষের জীবনে এমন কিছু নেই, যা কোরআনে আলোচনায় আসেনি। এ কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ ব্যাধির জন্য শিফা স্বরূপ। তাই এসব আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে রোগ থেকে মুক্তি চাওয়া উচিত।

রোগ থেকে মুক্তি লাভের পূর্বশর্ত হচ্ছে আল্লাহর বিধানকে জানা এবং যথাযথ মানার পাশাপাশি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা।

যেভাবে রোগমুক্তির জন্য দোয়া করতে হবে

১: বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে।

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين - الرحمن الرحيم - مالك يوم الدين

- إياك نعبد وإياك نستعین - اهنا الصراط المستقيم -

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا

الالي - أمين .

২: সূরা তওবা এর ১৪ নং আয়াত পাঠ করতে হবে।

ويشفي صدور قوم مؤمنين

উচ্চারণ- “ওয়া ইয়াশফি দুদু-রা কাওমিম মু'মিনিন।”

অর্থ: “এবং মু'মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।”

৩: সুরা ইউনুসের ৫৭ নং আয়াত পাঠ করতে হবে।

وشقاء إما في الدور وهدى ورحمة للمؤمنين

উচ্চারণ :“ ওয়া শিফাউ'ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া

রাহমাতুল লিল মু'মিনিন।”

অর্থ : “এবং অন্তরের রােগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।”

৩: সূরা নাহলের ৬৯ নং আয়াত পাঠ করতে হবে।

يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس

উচ্চারণ :“ইয়াখরুবু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফাউ লিন্না-সি।”

অর্থ : “তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রােগের প্রতিকার।”

৪: সুরা শুআরার ৮০ নং আয়াত পাঠ করতে হবে।

وإذا مرضت فهو يشفين
উচ্চারণ : ”ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফিন।”

অর্থ : “যখন আমি রােগাক্রান্ত হই, তখন তিনিই আরােগ্য দান করেন।”

৫: সুরা বনি ইসরাঈলের ৮২নং আয়াত পাঠ করতে হবে।

وتت من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين

উচ্চারণ :“ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতুল লিলমু'মিনিন।”

অর্থ : “আমি কোরআনে এমন বিষয় নাযিল করেছি যা রােগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।”

যদি উক্ত আয়াতগুলো একবার তেলাওয়াত করে একটি পানিভর্তি পাত্রে ফু দিয়ে, সেই পানি পান করলে আল্লাহ তাআলা তার বান্দার রোগ থেকে হেফাজত করবেন।

0 Comments: