Headlines
Loading...
হিন্দুদের তৈরি খাবার খাওয়া যাবে কি না - Islamicbangla

হিন্দুদের তৈরি খাবার খাওয়া যাবে কি না - Islamicbangla

হিন্দুদের বাড়িতে খাওয়া জায়েজ কি?

আমরা অনেকেই এই প্রশ্নের বিভ্রান্তিতে পড়ে যায়, হিন্দুদের তৈরি খাবার খাওয়া যাবে কি না। বিষয়টা হচ্ছে এমন আমরা কি খেলাম তার উপর নির্ভর করে। আমরা কাদের বাসায় খেলাম কখন খেলাম তা নির্ভর করে না। হিন্দুদের বাসায় হালাল খাদ্য এবং হারাম খাদ্য দুনোটাই থাকে।

কোন সময় হিন্দুদের খাবার খাওয়া হারাম?

যেমন তারা অনেক সময়, খাবারের ভেতর গোমূত্র দিয়ে থাকে। যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে আপনার জন্য হারাম হবে।

হিন্দুদের তৈরি খাবার খাওয়া যাবে কি না
হিন্দুদের তৈরি খাবার খাওয়া যাবে কি না
আল্লাহ যেসব খাদ্য খেতে নিষেধ করেছে, সেই সব খাবার খাওয়া হারাম। সেটা হোক না মুসলমানদের বাসায় নয়তোবা হিন্দুধর্মে দের বাসায়। আল্লাহর বিধান কখনো পরিবর্তন করা যাবে না।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, আপনি একজন মুসলমানের বাসায় হারাম উপার্জনের খাবার খেয়েছেন। এটা আপনার জন্য হারাম হবে। 

অপরদিকে আপনি একজন হিন্দু বাসায় হালাল খাদ্য খাবার খেয়েছেন। এতে কোন সমস্যা নেই। হযরত মুহাম্মদ (সাঃ) বিধর্মীদের বাসায় খেয়েছেন।

হিন্দুদের তৈরি খাবার খাওয়া যাবে। এতে কোন সমস্যা নেই। 

0 Comments: