Headlines
Loading...
৯টি শ্রেষ্ঠ জিকির আল্লাহর - Islamicbangla

৯টি শ্রেষ্ঠ জিকির আল্লাহর - Islamicbangla

জিকির কি?

জিকির বলতে আমরা সাধারণ ভাষায় বলতে পারি, “আল্লাহর তায়ালার নাম স্মরণ করা কি জিকির বলা হয়।” অনেক জায়গায় অনেক রকম ভাবে জিকিরের বর্ণনা করা হয়েছে। কিন্তু মূল পরিভাষায় বলা যায় যে, আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহর প্রশংসা বড়ত্ব বয়ান করাকে জিকির বলা হয়।

উত্তর জিকির সমুহ

আল্লাহতালা 99 টি নাম রয়েছে এবং আল-কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যা জিকিরের জন্য উত্তম। 

আরো পড়ুন> আল্লাহর কাছে প্রিয় হওয়ার আমল!

শ্রেষ্ঠ জিকির সমূহ

১. কোরআন তেলাওয়াত করা। 
২. লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ।
৩. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
৪. দুরুদ শরীফ পাঠ করা ।
৫. সুবহানাল্লাহ।
৬. আলহামদুলিল্লাহ।
৭. আল্লাহু আকবার।
৮. আস্তাগফিরুল্লাহ।
৯. আল্লাহর 99 টি নাম।

সাধারণত এগুলোই উত্তম জিকির সমূহ। আরো অনেক আয়াত ও দোয়া সমূহ রয়েছে। এই ৯টি জিকির আল্লাহ তায়ালার কাছে খুব প্রিয়।
কোরআন ও হাদিস দ্বারা বর্ণিত এইসব জিকিরের অনেক ফায়দা। জিকির করলে আল্লাহ তাআলার অশেষ রহমত পাওয়া যায়। তাই আমাদের সবার বেশি বেশি জিকির করা উচিত। 

0 Comments: