Headlines
Loading...

ইসলামে ট্যাটু

ট্যাটু একটি বিধর্মীদের কালচার। কিন্তু সময়ের সাথে সাথে মুসলমানরা বিধর্মীদেরকে অনুকরণ করে নিজের শরীরে ট্যাটু করে। নিজের শরীরের চামড়া পুড়ে পুড়ে বা অঙ্কন করে কোন আকৃতি দেওয়াকেই ট্যাটু বলা হয়। এতে মানুষের আকৃতির পরিবর্তন হয়। 

আল্লাহ তাআলা কুরআনে বলেছেন “আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতিতে তৈরি করেছেন ”


এর জন্যে মানুষের চোখ, চুল, নখ এ গুলো বিক্রি করা ইসলামের শরিতে জায়েজ নেই।

ট্যাটু করা কি জায়েজ?

ট্যাটু চামড়া পুড়ে পুড়ে করতে হয়। এতে আমাদের শরীরে ক্যান্সার হতে পাড়ে তাছাড়াও অনেক ধরনের ক্ষতি হয়। ট্যাটুর মাধ্যমে মানুষের শরীরের আকৃতির পরিবর্তন হয়। তাই ইসলামে সুস্পষ্টভাবে ট্যাটু করা হারাম

ট্যাটু করলে কি নামাজ হয়?

আমরা জানি, ট্যাটু শরীরে চামড়া পুড়ে পুড়ে করতে হয়। ফরজ গোসল আর অজু ছাড়া কখনোই নামাজ হয় না। ফরজ গোসল বা অজু করলে ট্যাটুর কারণে ওই স্থানে পানি ভালোভাবে পৌঁছায় না।

ফরজ গোসল ও ওযুর নিয়ম হচ্ছে সারা শরীর ভালোভাবে পরিষ্কার করতে হবে। ট্যাটুর কারণে ওই স্থানে পানি যায় না এবং পরিষ্কার হয় না। ফলে ফরজ গোসল ও ওযু দুটোই থেকেই মাহরুম থাকে। যার ফলে "নামাজ হয় না"।

0 Comments: