ইসলামিক পোস্ট
islamic
ফজরের নামাজের পর ৩টি গুরুত্বপূর্ণ আমল এই ফায়দা - Islamic Bangla
ফজর এর নামাজের পর তিনটি গুরুত্বপূর্ণ আমল
ফজরের নামাজ দিয়ে সকল মুমিন-মুসলমানরা দিন শুরু করে। তাই ফজরের নামাজের পরের আমল গুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা তিনটি ছোট ছোট গুরুত্বপূর্ণ আমল এর কথা উল্লেখ করব। যেগুলো নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর কাছ থেকে বর্ণিত রয়েছে।
প্রথম নাম্বার আমল:
নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন,“ফজরের নামাজের পরে যদি কোন ব্যক্তি সুরা হাশরের তিন আয়াত তেলাওয়াত করে, তার জন্য সারাদিন ৭০ হাজার রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে।”
দ্বিতীয় নাম্বার আমল:
নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন,“প্রতিদিন ফজরের নামাজের পর সাতবার যে ব্যক্তি এই (আল্লাহুম্মা আজিরনি মিনান্নার) দোয়াটি পড়বে, ঐদিন এসে মৃত্যুবরণ করলে তার জন্য কবরের আজাব হারাম হয়ে যাবে।”
তৃতীয় নাম্বার আমল:
যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা সারাদিনকার প্রয়োজন কে পুরো করে দিবে।
0 Comments: