Headlines
Loading...

ইসলামে বিড়াল পালন

আল্লাহ সকল প্রাণীকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। বিড়ালকে আল্লাহতালার একটি সৃষ্টি প্রাণী। বিড়াল পালা নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা থাকে। কিছু কিছু মানুষ বিড়ালকে বাসায় পালা হারাম বা খারাপ মনে করে।


বিড়াল একটি চতুষ্পদ প্রাণী। এই প্রাণীর মানুষকে সহজে আক্রমণ করে না এবং মানুষের জন্য অনেক ক্ষতিকর এমনও নয়।

বিড়ালকে ও অনেকে কুকুরের সাথে তুলনা করে। কিন্তু বিড়াল আর কুকুরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কুকুর নোংরা থাকে এবং বিড়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কুকুর নোংরা খাবার খায় কিন্তু বেড়াল নোংরা খাবার খাইনা।

বিড়াল পালতে ইসলামে কোন নিষেধ নেই। কারণ বিড়াল কোন নাপাক প্রাণী নয়। বিড়ালের মুখ লাগানো খাবার বা পানি, খাওয়া ও পান করা যায়। 

হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, “বিড়াল কখনো নামাজ বিনষ্ট করে না। কারণ তারা ঘরের অন্তর্ভুক্ত।”

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রিয় প্রাণী ছিল বিড়াল। তিনি বিড়ালকে খুব পছন্দ করতেন।

0 Comments: