Headlines
Loading...
রমজান মাসের জন্য শ্রেষ্ঠ জিকির - Islamic Bangla

রমজান মাসের জন্য শ্রেষ্ঠ জিকির - Islamic Bangla

রমজান মাসের শ্রেষ্ঠ জিকির 

রমজান মাস মুসলমানদের জন্য রহম, মাগফিরাত ও নাজাতের মাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বর্ণিত করেছেন যে, এই মাসে অগণিত মুসলমানদের কে জাহান্নামানী থেকে জান্নাতী হিসেবে নাম লেখা হয়।


আরো পড়ুন> আল্লাহর কাছে প্রিয় হওয়ার আমল!

পূর্বের সকল গুনাহ কে মাফ করিয়ে দেওয়ার জন্য, এই মাসটিতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে দান করেছে। আমাদের সকলের উচিত রমজান মাসে যেন আমরা বেশী বেশী আমল করে আমাদের পূর্বের গুনাহ কে মাফ করতে পারি।

কিভাবে জিকির করতে হয়?

রমজান মাসের সব কিছুরই আল্লাহতায়ালা 70 গুণ বেশি সওয়াব দান করে। কিন্তু আল্লাহর কাছে কিছু জিকির রয়েছে যা তিনি খুব পছন্দ করেন। রমজান মাসে যা প্রত্যেকটি মুসলমানদের করা অনেক প্রয়োজন।
১. কোরআন তেলাওয়াত করা।
২. দুরুদ শরীফ পাঠ করা।
৩. কালেমা পাঠ করা।

প্রত্যেকটি একেকটা খুব গুরুত্বপূর্ণ আমল। জিকিরের ভেতর শ্রেষ্ঠ জিকির গুলো হল :

১. দুরুদ শরীফ
২. আলহামদুলিল্লাহ (৩৩ বার)
৩. সুবহানাল্লাহ (৩৩ বার)
৪. আল্লাহু আকবার (৩৪ বার)
৫. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। (১০০ বার)
৬. ইল্লাল্লাহ। (১০০ বার)
৭. আল্লাহ। (১০০ বার)

এগুলোই হল শ্রেষ্ঠ জিকির। রমজান মাসে আমরা এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করে অশেষ নেকী অর্জন করতে পারব। যারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করে।
মহানবী (সাঃ) বলেন, “তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকো, এতে আল্লাহতায়ালা তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় এবং জিকিরের উত্তর দেয় ”

0 Comments: