ইসলামিক পোস্ট
islamic
মহিলাদের তারাবির নামাজের নিয়ম - Islamic Bangla
মহিলাদের জন্য তারাবির নামাজ
রমজান মাসের সকল মুসলমান পুরুষ নারীদের তারাবির নামাজ পড়তে হয়। এখন অনেকেই মহিলাদের জন্য আলাদা ভাবে জামা তৈরি করে। যেখানে ইমামতি করে একজন মহিলা। এটা করা থেকে বিরত থাকুন!
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, “ মহিলারা কোনোভাবেই ইমামতি করতে পারবে না ”
তবে হ্যাঁ, যদি কোথাও পুরুষদের তারাবির নামাজের জামাত হয় এবং সেখানে পর্দার সহিত মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়, তবে সেই জামাতে মহিলারা নামাজ পড়তে পারবে। মহিলারা একা ঘরে সুরা তারাবি অথবা খতম তারাবী পড়বে। কিন্তু একা কিভাবে মহিলারা ইমামতি করে কোন জামা তৈরি করা যাবে না। ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম।
আপনার বাচ্চাদের জন্য Online Education BD
0 Comments: