ইসলামিক পোস্ট
ইসলামিক স্ট্যাটাস
islamic
আহলে হাদীসেরা পারলে জবাব দাঁও - Islamic Bangla
আহলে হাদীসেরা পারলে জবাব দাঁও
নবীজি জীবনে মাত্র দুই থেকে তিনদিন তারাবীহের নামাজ পড়েছেন, তারপর আর পড়েননি। তাহলে নবীজি তাহাজ্জুদের নামাজও কি জীবনে তিনদিন পড়েছেন? যদি তিনদিন না পড়ে থাকে, তবে বুঝা গেলো যে তারাবীহ আর তাহাজ্জুদ একই নামাজ নয় এবং সেই সাথে প্রমাণিত হলো যে,, নবীজি সারা বছর যে ১১ রাকাত নামাজ পড়তেন সেটা তাহাজ্জুদের নামাজ।
অতঃপর সাহাবায়ে কেরাম (রাঃ) তারা তারাবীহের নামাজ পড়তেন, কিন্তু ৮ রাকাত নামাজকে তারাবীহ বলা হয় না। তাহলে তারাবীহ নামে ৮ রাকাত নামাজ কোথা থেকে চালু হলো?
সাহাবায়ে কেরামদের মধ্যে তারাবীহের রাকাত সংখ্যা নিয়ে ইখতেলাফ ছিলো, কিন্তু তারাবীহ নামে ৮ রাকাত নামাজ নিয়ে কোন সাহাবী ইখতেলাফ করেছেন?
বিশেষ দ্রষ্টব্যঃ সরাসরি হাদীস থেকে জবাব দিবেন, যেহেতু আপনারা আহলে হাদীস। তাই কোন ইমাম কোন হাদীস কি বলেছেন সেটা বলবেন না।
একজন মুসলিম ব্যক্তি কখনোই মাযহাব নিয়ে মন্তব্য করে না
উত্তরমুছুন